বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ১২ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে এমএম ফরিদ নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। তিনি নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
গতকাল বুধবার রাতে উপজেলার মিজমিজি টিসিরোড ইউরো টাওয়ার এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১১ এর একটি দল।
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদদীন বলেন, ‘এমএম ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও তার ব্যক্তিগত ফার্মেসিতে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। কিন্তু তিনি ভুয়া ডাক্তার বলে আমাদের কাছে অভিযোগ আসে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা।’
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘তিনি প্রতারণার কথা র্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।’
স্থানীয়রা জানান, এমএম ফরিদ আহমেদ নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ডাক্তার পরিচয় দিয়ে এলাকায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তবে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি সেনাবাহিনীতে চিকিৎসক পদে ছিলেন না বরং ইঞ্জিনিয়ারিং কোর ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। গত পাঁচ থেকে সাত বছর আগে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।