৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

সেফটিক ট্যাঙ্কের গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৩ অপরাহ্ণ, ০১ অক্টোবর ২০১৬

ভোলা শহরের কালীবাড়ি রোড এলাকায় সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করতে দুজন শ্রমিক মারা গেছেন। শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় গনি রাজের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতরা হলেন, সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের রাজিব (২২) ও দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের আল আমিন (২০)।

এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে ওই দুজন শ্রমিক গনি রাজের নির্মানাধীন বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিস্কার করার জন্য নিচে নামেন। এসময় প্রচণ্ড গ্যাসে তারা অজ্ঞান হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.তৌহিদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

51 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন