৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে গরুভর্তি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৬ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকা থেকে ৩৭টি গরুভর্তি ট্রাকসহ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে ডিবি পুলিশ পরিচয়ে ওই ট্রাক ছিনতাই হয়। পরে অবশ্য ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় দুপুরে গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চামারখুণ্ড গ্রামের সামসুল হকের ছেলে রবিউল ইসলাম ৩৭টি গরু নিয়ে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে (ঢাকা মেট্টো-ট-১৫৪৫১১) একটি ট্রাকে করে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে রওনা হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী মধুমতি সিএনজি পাম্পের সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি গতিরোধ করে চালক শাহ আলম ও হেলপার ফরিদুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গরুর মালিক রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ৩০ লাখ টাকা মূল্যের ৩৭টি গরু ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে টিপুরদী এলাকায় আসার পর ভোরের দিকে ট্রাকটি ডিবি পুলিশ পরিচয়ে গতিরোধ করা হয়। পরে ট্রাক চালক শাহ আলম, হেলপার ফরিদুল ইসলাম ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য কয়েকটি টিম কাজ করছে।

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন