সৌদি আরবে ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চোরাচালান জব্দ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবের নিরাপত্তা বাহিনী প্রায় চার কোটি ৭০ লাখ অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করেছে। দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, এটি একক অভিযানে ধরা পড়া দেশটির সবচেয়ে বড় অ্যাম্ফিটামিন চোরাচালান। বুধবার সংস্থাটি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন, ‘অভিযানে আটার ব্যাগের চালানে লুকিয়ে রাখা চার কোটি ৬৯ লাখ ১৬ হাজার ৪৮০টি অ্যাম্ফিটামিন ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সঙ্গে চোরাচালানে জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। ’
আল-নুজাইদির তথ্য মতে, অ্যাম্ফিটামিনের চালানটি সৌদি আরবের রিয়াদ শুষ্ক বন্দরে পৌঁছনোর পর গুদামে স্থানান্তরিত করা হয়েছিল।
নিরাপত্তা বাহিনী গুদামটিতে অভিযান চালিয়ে ছয় জন সিরিয়ার নাগরিক এবং দুই পাকিস্তানিকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আল-নুজাইদি আরো জানিয়েছে, একক চোরাচালান অভিযানে এটিই সবচেয়ে বড় আটক।
আন্তর্জাতিক খবর