৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

স্কুলছাত্রকে অপহরণ করে বিক্রি, দুই সহপাঠি আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ণ, ০৪ মে ২০১৬

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্র ওয়াসিম হোসেন মৃধাকে (১৩) অপহরণ করে বিক্রির অভিযোগে তার দুই সহপাঠীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৪ মে) সকালে তাদের বরিশালে নিয়ে এসে পুলিশে সোপর্দ করা হয়।’

অপহৃত ওয়াসিম বরিশাল সদর উপজেলার তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

আর আটক দুই সহপাঠী নাইম হোসেন এবং শাহ সুলতান বাদশা বরিশাল সদর উপজেলার চাদপুরা এলাকার বাসিন্দা।’

পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ওয়াসিমের বাবা শহিদ মৃধা মঙ্গলবার রাতে ঢাকা সদর ঘাটে বরিশালগামী লঞ্চে ছেলের খোঁজ করতে থাকেন। এ সময় ওয়াসিমের দুই সহপাঠী নাইম হোসেন এবং শাহ সুলতান বাদশা তাকে দেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তখন লঞ্চ যাত্রীদের সহযোগিতায় ওই দু’জনকে আটক করা হয়। পরে বুধবার সকালে আটকদের এনে বাকেরগঞ্জের চরামদ্দী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।’

এসআই মশিউর রহমান আরও জানান, আটকরা স্বীকার করেছে ওয়াসিমকে নিয়ে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় যায়। এরপর ঢাকার একটি আবাসিক হোটেলে নিয়ে এক ব্যক্তির কাছে ওয়াসিমকে দিয়ে আসে। এবং এর বিনিময়ে ওই ব্যক্তি তাদের কিছু টাকাও দিয়েছে। বাকি টাকা বিকাশের মাধ্যমে পাঠাবে।’

পুলিশ আটকদের নিয়ে ঢাকায় ওয়াসিমকে উদ্ধার অভিযানে চালাচ্ছে বলে তিনি জানান।’

61 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন