বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:০১ অপরাহ্ণ, ২৬ অক্টোবর ২০১৬
পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আব্দুল কুদ্দুস খান (৪২) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত আব্দুল কুদ্দুস উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, রোববার (২৩ অক্টোবর) এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় আব্দুল কুদ্দুস তাকে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় মেয়েটির মা নাজিরপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাঘাজোড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।