৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৯ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৬

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নোমান হাওলাদার (২২) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শাহ মো. কামরুল হুদা এ দণ্ডাদেশ দেন।

পুলিশ জানায়, নলছিটি উপজেলার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে নোমান উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে মেয়েটির পরিবার পুলিশের কাছে একটি অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে সকালে পুলিশ নোমানকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের কারদণ্ডাদেশ দেন।

44 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন