স্কুলছাত্রীকে নিয়ে পালানো সেই প্রধান শিক্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সেই প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার ভোররাত ৩টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী ৫-এর নাটোর ইউনিটের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীকে (১৬) ব্যবহারিক পরীক্ষা শেষে ফেল করানোর ভয় দেখিয়ে অপহরণ করে রাজশাহী নিয়ে যান ওই প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।
সেই দিবাগত রাতে তার মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন প্রধান শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে। পরের দিন ২ অক্টোবর গুরুদাসপুর থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই শিক্ষক পালিয়ে যান। পরে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়।
দেশের খবর