বরিশাল: নগরীর কালিজিরা এলাকায় বস্তা ভরে নদীতে ফেলে স্কুলছাত্র হত্যাচেষ্টার ঘটনায় আটক ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গত মঙ্গলবার এ ঘটনায় স্কুলছাত্র আরমানের বাবা মোঃ টুটুল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
কোতয়ালী মডেল থানার এসআই মোঃ আসাদ জানান, নগরীর রূপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোঃ টুটুলের ছেলে রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আরমানের (১৫) সঙ্গে একই এলাকার আটককৃত কিশোরদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে কিশোর হƒদয় ও পারভেজ জোরপূর্বক আরমানকে মোটরসাইকেলে তুলে কালিজিরা এলাকার কীর্তনখোলা নদীর পাড়ে নিয়ে যায়।
সেখানে ১০ থেকে ১২ জন কিশোর মিলে আরমানকে বেদম মারধর করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে আরমানকে একটি বস্তায় ভরে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে তারা।
এসময় আরমানের চিৎকারে নদীতে মাছ ধরতে থাকা জেলেরা এগিয়ে এসে তাকে (আরমান) উদ্ধার ও স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ছয় কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলো, রূপাতলী ভাসানী সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান, গাউসিয়া সড়কের মোঃ লিটনের ছেলে কাওসার আহম্মেদ, রূপাতলী হাউজিংয়ের বাসিন্দা সেলিম রেজার ছেলে সাকিল রেজা, চান্দু মার্কেট এলাকার হানিফ হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম, বাবুলের ছেলে ফাহিম ও সাগরদী এলাকার বাবুল হাওলাদারের ছেলে রাব্বি। তাদের সকলের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর