স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. আরিফ খন্দকার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা আওতাধীন সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডস্থ রেটিনা ওষুধ কোম্পানির অফিসের সম্মুখ থেকে তাদের গ্রেপ্তার করে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের একটি টিম। বুধবার রাতে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আকিব উল্লাহ, সমমর্যাদার কর্মকর্তা মাহবুবুর রহমান, এটিএসআই জাঈদুর রহমান এবং জাকির হোসেন অংশ নেন।
পুলিশ জানিয়েছে, বন্দর থানাধীন হিরননগরের বাসিন্দা আরিফ গাঁজার চালানটি লঞ্চঘাটের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর আগেই তাকে আমতলার মোড়ে আটক করা হয়। এবং তার সাথে থাকা ব্যাগে তল্লাশি করে এক কেজি গাঁজা পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় একটি মামলা পরবর্তী তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’
বরিশালের খবর, বিভাগের খবর