৯ ঘণ্টা আগের আপডেট সকাল ১১:৫ ; রবিবার ; এপ্রিল ২, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

স্ত্রীকে জ্যান্ত পুঁতে রাখলেন স্বামী, এরপর….

বরিশালটাইমস, ডেস্ক
৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

স্ত্রীকে জ্যান্ত পুঁতে রাখলেন স্বামী, এরপর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারীকে কুপিয়ে জ্যান্ত কবর দেন স্বামী। বাঁচার আশা প্রায় ছিল না বললেই চলে। তবু আকস্মিকভাবে বেঁচে গেছেন ৪২ বছরের ওই নারী। এই ঘটনা যুক্তরাষ্ট্রের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াং সুক অ্যান ওয়াশিংটনের বাসিন্দা। স্বামী চে কিয়ংয়ের সঙ্গে বিচ্ছেদ হয় আগেই। অভিযোগ, ইয়াংয়ের প্রতি তার স্বামীর আক্রোশ ছিল।আমেরিকাবাসী এই কোরিয়ান দম্পতির কাহিনি ওয়াশিংটনে রীতিমতো সাড়া ফেলেছে।

কীভাবে মাটিতে পুঁতে দেওয়ার পরও বেঁচে ফিরলেন ইয়াং। তা নিয়ে চলছে শোরগোল। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর (রোববার) ওয়াশিংটনের বাড়ি থেকে ইয়াংকে অপহরণ করা হয়।

অভিযোগ, সাবেক স্বামী কিয়ং ফাঁকা বাড়িতে হানা দেন আচমকা। তার পর ইয়াংকে সেখান থেকে তুলে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, বিচ্ছেদের পর থেকে ওয়াশিংটনের বাড়িতে সন্তানদের সঙ্গে নিয়ে থাকতেন ইয়াং।

তবে গত রোববার তারা কেউ বাড়িতে ছিল না। সেই সুযোগকে কাজে লাগান তার সাবেক স্বামী। ইয়াং পুলিশ এবং গোয়েন্দাদের জানিয়েছেন, তার স্বামী তাকে খুন করার চেষ্টা করছিলেন।

বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় একটি জঙ্গলে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক অংশে কোপ মারা হয় বলে অভিযোগ করেন। রক্তাক্ত অবস্থায় এরপর তাকে ওই জঙ্গলেই পুঁতে দেওয়ার তোড়জোড় করেন চে। মাটি খুঁড়ে জীবন্ত অবস্থাতেই সাবেক স্ত্রীকে গর্তে ফেলে দেন। এরপর তার শরীরের ওপর চাপা দেন মাটি।

চে ঘটনাস্থল থেকে চলে গেলেও মাটির নীচে তখনও তার স্ত্রীর দেহে প্রাণ ছিল। জ্ঞানও হারাননি ইয়াং। নিজেই নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করেন। ইয়াং জানিয়েছেন, মাটির নীচে ক্রমাগত নাক নাড়াচাড়া করছিলেন তিনি।

সমস্ত শক্তি দিয়ে নিশ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। নাকের মাধ্যমেই মাটি একটু একটু করে সরিয়ে দিয়েছিলেন তিনি। বেশ কিছু ক্ষণের চেষ্টায় মাটি ভেদ করে মাথা তুলতে পারেন ইয়াং। কোনো রকমে উঠে আসেন ওপরে। মাঝরাতে হাজির হন এক প্রতিবেশীর বাড়ি।

ঘড়ির কাঁটায় তখন রাত ১২ টা ৫২ মিনিট। ইয়াংয়ের কড়া নাড়ার শব্দ শুনে দরজা খোলেন তার প্রতিবেশী। তাকে সবটা জানানোর পর রাতেই ডাকা হয় পুলিশ। ইয়াং যখন প্রতিবেশীর বাড়ি পৌঁছান, তখন তার শরীরের বিভিন্ন অংশে মোটা সেলোটেপ লাগানো ছিল। সেলোটেপ দিয়েই তাকে বাঁধার চেষ্টা করেছিলেন চে।

জানা যায়, সাংসারিক ঝামেলার কারণেই চে এবং ইয়াংয়ের বিবাহবিচ্ছেদ হয় চে-এর বিরুদ্ধে ফতোয়াও জারি করেছিল আদালত। রিপোর্ট, ইয়াংকে যখন তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্যক্তির সতর্কতামূলক সঙ্কেত ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে তখন থেকেই।

ইয়াংয়ের বাড়িতে গিয়ে তারা ধস্তাধস্তির চিহ্ন পায়। বাড়ির গ্যারেজের দরজা খোলা দেখতে পায় পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় বেশ কিছু ব্যবহৃত সেলোটেপ।

প্রতিবেশীর বাড়ি থেকে চিকিৎসার জন্য ইয়াংকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। ইয়াংয়ের অভিযোগের ভিত্তিতে ১৭ অক্টোবর গ্রেপ্তার হন চে। স্থানীয় বাসিন্দারা তাকে জঙ্গলের কাছে ঘোরাঘুরি করতে দেখেছিলেন। তারাই পুলিশে খবর দেন। বর্তমানে জেলে রাখা হয়েছে অভিযুক্তকে। তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

 

 

আন্তর্জাতিক খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পিরোজপুরের কচা নদীতে নৌ শোভাযাত্রা  উজিরপুরে পুলিশকে কামড়েও শেষ রক্ষা হলো না মাদক কারবারি মৃদুলের  বাকেরগঞ্জে সরকারি রাস্তা মেরামত কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম  দেশ উন্নয়নে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু  বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন: দিশেহারা ১০ হাজার মানুষ  আগৈলঝাড়ায় ১০০০ পরিবারের মাঝে আওয়ামী লীগের ইফতারসামগ্রী বিতরণ  স্বর্ণের দাম ভরিতে লাখ টাকা ছুঁই ছুঁই  বরিশালে ডাকাতি করে ঢাকায় আত্মগোপন: অবশেষে র‌্যাবের হাতে ধরা  গোয়েন্দা পুলিশের ওপর হামলাকারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করল র‌্যাব