৪৬ িনিট আগের আপডেট বিকাল ৫:৫৬ ; বৃহস্পতিবার ; সেপ্টেম্বর ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

স্ত্রীকে নির্যাতনের পর দেশ ছেড়ে পালানোর সময় আটক যুবক

বরিশালটাইমস রিপোর্ট
২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: নোয়াখালীতে আট বছরের শিশু সন্তানকে বেঁধে যৌতুকের জন্যে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন উজ্জলকে (৩৭) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার মো: আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহাজালাল আন্তর্জাতিক বিনাম বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে সোমবার থেকে উজ্জলকে ধরতে বিভিন্নস্থানে অভিযানে নামে পুলিশ। সে যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য বিমান বন্দর ও স্থলবন্দরে তার পাসপোর্টের ছায়া কপি ও ছবি পাঠানো হয়।

গত বুধবার রাতে প্রবাস ফেরত স্বামী বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশাররফ হোসেন উজ্জলের (৩৫) জেলা শহরের বছিরার দোকান এলাকায় ভাড়া বাসায় যৌতুকের জন্য স্ত্রীর (২৪) মাথার চুল কেটে দেয়। এরপর তার পুরো শরীরে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়।

এ সময় আট বছরের শিশু সন্তানকে বেঁধে রাখে। স্ত্রী চিৎকার করলে ছেলের গলা কেটে হত্যার হুমকিও দেয় উজ্জল। এক পর্যায়ে পালিয়ে বাপের বাড়িতে উঠেন স্ত্রী। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সন্ত্রাসী নিয়ে হামলা চালায় উজ্জল।

এক পর্যায়ে সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার সময় আবারও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উজ্জল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক নাসির উদ্দিন জানান, কলির সারা শরীরে গরম লোহা দিয়ে ছ্যাকার চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: আবদুর রহীম কলিকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা এ ঘটনাকে বর্বর হামলা উল্লেখ করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নির্যাতিতার বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন। সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, মামলায় নির্যাতিতার স্বামী মোশাররফ হোসেন উজ্জলকে একমাত্র আসামি করা হয়।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা  চাখারে হাজী সম্মেলন ও মহানবীর জন্ম এবং ওফাত দিবস উপলক্ষে দোয়া  ঝালকাঠিতে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের  ‘দাফনের’ পর জীবিত উদ্ধার, আবারও লাপাত্তা সেই নারী  নেছারাবাদে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত  বরিশালে এক কেজি গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২  সুখবর: দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার ‘সফল’ পরীক্ষা  বাংলাদেশের প্রথম ডেঙ্গু টিকা চার ধরনেই কার্যকর  বাঙালির স্বপ্নপূরণের নির্ভীক কারিগর শেখ হাসিনা  ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে কারাগারে শিক্ষক