এ সপ্তাহেই পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর কাজ পরিদর্শনে গিয়ে শনিবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত পদ্মার ৫১ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যেই বসছে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান।
পদ্মা সেতুর ২য় এই স্প্যানটি বসবে ৩৮ ও ৩৯ নম্বর পিলারে। প্রথমটির পর প্রায় চার মাস পর বসানো হচ্ছে ২য় স্প্যান। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে ৬ দশমিক ১ কিলোমিটারের সেতুটি।
স্টিলের এই স্প্যানটির ওজন প্রায় ২ হাজার ৮শ টন। ২য় স্প্যানটি বসানো হবে পদ্মার মাওয়া প্রান্তে।
২য় স্প্যানটি বসানোর পর আগামী ২ ফেব্রুয়ারি পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী পারেন বলে নিশ্চিত হওয়া গেছে।’
শিরোনামবিভাগের খবর