দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা বাঙালী জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নামে করার দাবি উঠেছিল অনেক আগে। তবে সেটি মুখে মুখেই সীমাবদ্ধ ছিল।
কিন্তু (২৬ অক্টোবর) এই মহান নেতার জন্মদিনে ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতি নামে একটি সংগঠন সেই দাবিকে এবার জোরালো করে তুলেছে।
বিশেষ করে শেরে বাংলার ছবি সংবলিত পোস্টার প্রকাশ করে তা বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাটিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে শের বাংলা ১৪৪ তম জন্মবার্ষিকীর আহবান পদ্মা সেতুর নাম শেরে বাংলা করা হোক।
অবশ্য পোস্টারটিতে বরিশাল বিভাগ সমিতির সভাপতি গোলাম মুর্তাজা ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির দুলুর ছবিও জুড়ে দেওয়া হয়েছে।
এই সংগঠনটির সাধারণ সম্পাদক কবির দুলু বরিশালটাইমসকে জানিয়েছেন- শেরে বাংলা তাদের সংগঠনের সদস্য ছিলেন। তাছাড়া শেরে বাংলা অবদান দেশে কোন অংশে কম নয়। তাই সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন- আজ এই নেতার জন্মদিনে রাজধানীতে একটি মানববন্ধন পালন শেষে তার মাজারে শ্রদ্ধাও জানানো হয়।’’
শিরোনামবরিশালের খবর