তৎকালীন বিশ্বের সব থেকে উঁচু ভবন নিউইয়র্কের টুইন টাওয়ার সেই কবেই জঙ্গি হামলায় ধ্বংস হয়ে গেছে। পরে ২০১০ সালে দুবাইয়ে স্থাপিত হয় বুর্জ খালিফা, যার উচ্চতা দুই হাজার সাতশ ২২ ফুট। উচ্চতার বিচারে এই ভবনটি এক লাফে সবার উপরে উঠে যায়।
তার পরে কেটে গেছে কয়েক বছর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আবারো রেকর্ড গড়েছে দুবাই। মঙ্গলবার সেখানে উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে দামি হোটেল, দ্য জেভোরা।
খোঁজ নিয়ে জানা গেছে- সোনার রঙের ৭৫ তলা হোটেলটির উচ্চতা তিনশ ৫৬ মিটার। অবশ্য তার পাশেই রয়েছে দুবাইয়ের ‘জে ডব্লিউ ম্যারিয়েট মারকিস’ হোটেল; যার উচ্চতা মাত্র এক মিটার কম জেভোরার চেয়ে।
দ্য জেভোরার উদ্দেশ্য ২০২০ সালের মধ্যে দুই কোটি পর্যটক নিয়ে যাওয়া। সেখানে অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল ট্রেড ফেয়ার এক্সপো ২০২০’।
বিশেষ খবর