৫ মিনিট আগের আপডেট সন্ধ্যা ৭:৩৯ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

বরিশালটাইমস, ডেস্ক
১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা থেকে স্বামীর লাশ নিয়ে চরফ্যাশন উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে তারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতদের বাড়ি চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন গ্রামে। তারা বেগমের স্বামীর নাম হারুন (৫৪)। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিভার সিরোসিস ও কিডনি সমস্যাজনিত কারণে হারুনের মৃত্যু হয়।

ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে সড়কপথে চরফ্যাশনের নিজ বাড়িতে ফিরছিলেন তারা বেগম। পথে মাদারীপুর জেলার মোকসেদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

হারুনের চাচাতো ভাই মো. বরাত কাজী জানান, গত কয়েক মাস ধরে মো. হারুন লিভার সিরোসিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

সোমবার সকালে চিকিৎসাধীন মারা যান তিনি। পরে সকালের দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ নিয়ে ভোলার উদ্দেশে রওনা করেন পরিবারের সদস্যরা।

মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের মোকসেদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অ্যাম্বুলেন্সের চালক ও নিহত হারুনের স্ত্রী তারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা এসে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ঢাকায় নেওয়ার পথে নিহত হারুনের স্ত্রী তারা বেগম মারা যান। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাদারীপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, মোকসেদপুর ব্রিজের নামায় একটি অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষ হয়।এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।

 

তবে এর পর কি হয়েছে তা তিনি জানেন না।তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সচালক বেপরোয়া গতিতে এসে বাসের সঙ্গে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি উল্টে পাশে পড়ে যায়।

বিভাগের খবর, ভোলা

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শামসুজ্জামান কাজটি ঠিক করে নাই : শাজাহান খান  তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আসক  বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল  বরিশালে সেবক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ  মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ৮  আগৈলঝাড়া যুবলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত এবং সহিদ তালুকদার সম্পাদক  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪