স্ত্রীর অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কর্তন করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত স্ত্রী লিপি বেগমকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে।
বুধবার বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হোসাইন আসামির অনুপস্থিতে এ রায় প্রদান করে। আসামি হলেন, ফরিদপুর জেলা মোল্লা বাড়ি সড়ক এলাকার মো. হাকিম মোল্লার কণ্যা লিপি বেগম।
এজাহার সূত্রে জানা জায় ২০০৮ সালের বরিশালের মুসলিম গোরস্থান রোড এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের পুত্র মেহেদীর সাথে ফরিদপুর জেলা মোল্লা বাড়ি সড়ক এলাকার হাকিম মোল্লার কন্যা লিপি বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ১টি কণ্যা সন্তান হয়। কণ্যা সন্তান হওয়ার পর লিপি বেগম অনৈতিক কাজে জড়িয়ে পরে। এতে তার স্বামী মেহেদী বাঁধা দিলে ২০১২ সালের ২৭ ডিসেম্বর রাতে স্ত্রী লিপি বেগম দেশিয় অস্ত্র দিয়ে তার স্বামী মেহেদীর পুরুষাঙ্গ কেটে দেয়।
এ ঘটনায় ২০১২ সালের ২৯ ডিসেম্বর মেহেদীর ভাই মো. মাইনুল ইসলাম বাদী হয়ে তার ভাবী লিপি বেগমকে আসামি করে কোতয়ালি মডেল থানায় খুন জখম আইনে একটি মামলা দায়ের করে।
২০১৩ সালের ৩১ মার্চ কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কবির আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালতের বিচারক ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে এ রায় প্রদান করেন।”
বরিশালের খবর