স্বামী-সন্তানদের ফেলে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামে পরকীয়া সম্পর্কের টানে তিন শিশু সন্তানকে রেখে প্রেমিককে বিয়ে করেছেন গৃহবধূ।আবু সামা (৩৮) নামের এক কৃষকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
মাকে কাছে না পেয়ে আশপাশের বাড়িতে ঘুরছে তিন সন্তান। কামাল বাদী হয়ে তার স্ত্রী ও আবু সামার নামে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের বাসিন্দা আবু সামা।
তিনি পেশায় কৃষক হলেও দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করেন। স্থানীয় কামাল হোসেনের চা দোকানে বসে দীর্ঘদিন ধরে সুদের লেনদেন করতেন তিনি। মাঝে মধ্যে ওই দোকানে সময় কাটাতেন। কামালের সঙ্গে ভালো সম্পর্ক হয় সামার। একপর্যায়ে কামালের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলে বাড়িতে যাতায়াত শুরু করেন সামা।
গত এক মাস আগে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন সামা। তখন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন। তখন আবার স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার শুরু করেন কামাল হোসেন। এরপর সামা আবারও ওই গৃহবধূকে পালিয়ে নিয়ে যান এবং বিয়ে করেন।
ওই গৃহবধূর স্বামী কামাল হোসেন জানান, বাড়িতে জমি ও রসুন বিক্রির ২ লাখ টাকা ও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের গয়না ছিল। বাড়িতে কেউ না থাকায় আবু সামা তার বাড়িতে এসে নগদ টাকা, গয়না এবং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। এখন তিন সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছে তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সেন্টু আলী জানান, এর আগেও আবু সামা ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি মীমাংসা করে গৃহবধূকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয়। তবে সামা আবারও সেই গৃহবধূকে পালিয়ে বিয়ে করেছেন। এ বিষয়ে জানতে আবু সামার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আ/মাহাদী
দেশের খবর