৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্বেচ্ছাসেবকলীগ নেতার ডিলারশিপ বাতিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০১৬

দশ টাকা কেজির চাল মাপে কম দেয়া ও কার্ডধারিদের নিকট থেকে অতিরিক্ত ১০ টাকা আদায় করার অপরাধ প্রমাণিত হওয়ায় মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন পন্ডিতের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

তিনি মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার ছিলেন।

চাল মাপে কম দেয়ার অভিযোগ পেয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি থানা পুলিশকে দেখার জন্য নির্দেশ দিলে পুলিশ শুক্রবার জাকির পন্ডিতের দোকান তালাবদ্ধ করে। শনিবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা তার ডিলারশিপ বাতিল করেন।

এ ছাড়াও মঠবাড়িয়া উপজেলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও ডিলারদের বিরুদ্ধে হত দরিদ্রদের নামে কার্ড বিতরণে অনিয়ম, তাদের অনুগতদের নামে কার্ড ইস্যু করা, ধনী বা বিত্তশালীদের নামে কার্ড দেয়া ও মাপে কম দেয়াসহ নানা অভিযোগ ওঠেছে।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন