১ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:১৩ ; রবিবার ; মে ২৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

স্বৈরসাশক এরশাদ ধোঁয়া তুলসি পাতা!

বরিশালটাইমস রিপোর্ট
২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার যদি ক্ষমতার মোহ থাকত, তাহলে কারও সাধ্য ছিল না আমাকে ক্ষমতা থেকে সরানোর। কারণ আমি এ দেশের সেনাপ্রধান ছিলাম। আমার শরীরে কলঙ্কের কোনো দাগ নেই।’

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে জাতীয়পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না। মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।

নিজের শাসন আমলের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘৮৬ বছর বয়সে ঘুরে বেড়াচ্ছি শুধু মানুষের কল্যাণ ও মুক্তির জন্য। সভ্য সমাজের বির্সজনের কারণে মানুষের দম বন্ধ হয়ে গেছে। আজ দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। সুশাসনের অভাবে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না।’

এরশাদ আরও বলেন, জাতীয় পার্টি এ দেশের উন্নয়নের ভিত্তিপ্রস্তর রচনা করেছে, সে উন্নয়ন আজ বিপর্যস্ত।

‘ক্ষমতা ছেড়ে দেওয়ার ছয় দিন পর আমাকে ও আমার পরিবারের সদস্যদের জেলহাজতে পাঠানো হয়েছিল। কোনো রাষ্ট্রনায়ক এক টানা ছয় বছর জেলে ছিলেন না। এমনও কি বঙ্গবন্ধুও ছিলেন না। আমার ও আমার পরিবারের সদস্যদের ওপর নিষ্ঠুর অমানবিক আচরণ করা হয়েছিল। রমজান মাসে ইফতার পর্যন্ত করতে দেওয়া হয়নি। এমন নিষ্ঠুরতা পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান ভোগ করেননি’-বলেন এরশাদ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আমি লাশ হয়ে ফিরিনি। জীবন্ত ও সুসম্মানে জেল থেকে ফিরে এসেছি। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় হতে চলেছে। শুরু হয়েছে আল্লার বিচার।’

আজ ঠাকুরগাঁও থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির প্রচারণা শুরু হলো বলেও জানান এরশাদ। দেশের উন্নয়ন ও কল্যাণের জন্য লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শওকত চৌধুরী, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাজিউর রেজা স্বপন চৌধুরী, মেজর খালিদ আখতার প্রমুখ।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো মাস্তানি সহ্য করব না: সিইসি  ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করলো অর্ধগলিত লাশ  স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিক হবে জনসম্পদ: এমপি শাওন  মেসিকে অধিনায়কত্ব দেবে বার্সেলোনা!  ‘কিছু পুলিশ কাজ করে না, ঘুষ খায়’  বরিশালসহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা  বরিশাল সিটি নির্বাচন: ঢাকায় থেকেই সহযোগিতা করবেন মেয়র সাদিক  বিষখালী নদীতীরে অচেতন অবস্থায় অজ্ঞাত নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু  ধেয়ে আসছে মহাশক্তিশালী সুপার টাইফুন মাওয়ার  কুয়াকাটা/ পর্যটককে ভাসিয়ে নিলো স্রোত, উদ্ধারে গিয়ে ডুবে গেল বন্ধুও