ভোলায় স্কুলের দেয়াল ঘেষে চলছে রমরমা ইট-বালুর বাণিজ্য। শহরের প্রাণকেন্দ্রে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের (বাংলা স্কুল) দেয়ালের সাথে রাখা হয় সব সময় এসব ইট ও বালু। ট্রাক ভর্তি ইট-বালু সারা দিনই লোড-আনলোড করা হয়। যার ফলে ধুলাবালিতে একাকার হয়ে যায় এলাকা।
ধুলাবালিতে শ্রেণিকক্ষ সয়লাব হয়ে যায়। যে কারণে বাধ্য হয়ে সব সময় বন্ধ রাখতে হয় জানালা। আলো বাতাসের অভাবে মারাত্মকভাবে পাঠদান ব্যহত হচ্ছে। এভাবে চলে আসছে মাসের পর মাস। প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও কেউ কিছুই বলছে না।
এখানে একই বৃত্তের মধ্যে রয়েছে ভোলা টাউন মাধ্যামিক বিদ্যালয়(বাংলা স্কুল), পৌর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, ভোলা ইসলামিয়া ইউনানী কলেজ।
ভোলা সদর উপজেলার পৌরশহরের বাংলা স্কুল মোড় থেকে বাংলা স্কুলের ব্রিজের নিচ দিয়ে স্কুলের দেয়াল ঘেষে একটি রাস্তা ভোলা শহরের কাচাবাজারের সাথে মিশেছে। এ রাস্তাটি কেবল পায়ে চলার জন্যই বেশি ব্যবহার হচ্ছে। এই সুযোগে কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ী ওই রাস্তার পাশে ইট বালু রেখে ব্যবসা করে আসছিল।
দিন দিন তাদের ব্যবসার প্রসার ঘটে। আর সেই সাথে তারা রাস্তা দখলের পাশাপাশি স্কুলের জায়গা এমনকি স্কুলের দেয়াল ঘেষে ইট বালু রাখতে শুরু করেছে। এখন এমন অবস্থা হয়েছে যে সব সময় স্কুলের জানালা বন্ধ করে রাখতে হয়।
এ বিষয়ে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান- আমরা তাদেরকে আজ প্রর্যন্ত কিছুই বলিনি। আমরা সবসময় স্ব-অবস্থানে থাকার চেষ্ঠা করি বলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান।
স্কুল কামটির সাবেক সভাপতি সাংবাদিকদের বলেন, এ স্কুলটির সমস্যা লেগেই আছে। এক সময় সারারাত ভরে চলতো মাদক সেবনের হুলুস্থুল কাণ্ড। বাউন্ডারি ওয়াল ছিলো না তাই সবাই অহরহ চলাচল করত।
আমি অনেক কষ্ট করে এ ওয়াল করেছি। এখন আবার ইট বাণিজ্য! প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।”
ভোলা