বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:৫৪ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন। সোমবার বিকেলে দিগরাজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রকিবুল ইসলাম বাগেরহাট শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে।
জানা গেছে, মোটরসাইকেলযোগে মোংলা থেকে বাগেরহাটে ফেরার পথে দিগরাজ বাজার এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মোংলা বন্দর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রকিব (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।