বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৪:৫৫ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৮
রাস্তায় শুয়ে আছে একটি চিতাবাঘ। এ কারণে বন্ধ হয়ে আছে যান চলাচল। এ ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর ভারতের ডুয়ার্সের ফালাকাটা বীরপাড়া সড়কে। শনিবার বীরপাড়ার তাসাটি চা বাগানের মধ্য দিয়ে চলে যাওয়া একটি রাস্তার মধ্যখানে শুয়ে থাকে চিতাবাঘটি।
বাঘটি এ চা বাগানের জঙ্গলেরই। আরও কয়েকটি আছে। এদের অস্তিত্ব টের পেলেও আগে কখনও এভাবে দেখা যায়নি বলে জানান ডুয়ার্সের বাসিন্দারা।
স্থানীয়রা আরও জানান, এ অঞ্চলের জঙ্গলে চিতার বসবাস। অনেক দিন আগে এদের তাড়িয়ে দিয়ে চা বাগান তৈরি করে কর্তৃপক্ষ। এর পর থেকে এসব হিংস্র জীব জঙ্গলের এদিক-সেদিক ঘুরে বেড়াতে থাকে।
এদিকে উৎসুক পথচারীরা শুয়ে থাকা বাঘ সরাতে ইটপাথর ছোড়ে। এতে এক চুলও নড়েনি বাঘটি। তবে বিকালে বাঘটি নিজেই উঠে রাস্তার পাশের ঝোপে গিয়ে বসে বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।
চা বাগান কর্তৃপক্ষ ভারতের বন দফতরে খবর দিলে তারা বাঘটি সংরক্ষণের উদ্দেশ্যে ছুটে আসেন। বন বিভাগের কর্মীরা বাঘটিকে ক্লোরোফরম মেশানো তীর ছুড়ে অচেতন করে খাঁচায় পুরে নেয়।
বন বিভাগ কর্মীরা জানান, কোনো একটি দুঘর্টনায় চিতাবাঘটির কোমর ও পেছনের পায়ে আঘাত লেগেছে। স্থানীয় খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার পর বাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানান তারা।