গৌরিপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন মিজান ৫ নম্বর পৈকখালী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। এছাড়া তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।’
এ ব্যাপারে ওসি বলেন, ‘মহিউদ্দিন মিজান বৃহস্পতিবার বিকালে ভাণ্ডারিয়া বন্দর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে পৈকখালীতে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। এসময় গৌরিপুর ইউনিয়নের পৈকখালী বাজার এলাকায় কাঠালিয়া থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়।
পরে মহিউদ্দিন মিজানের স্বজনরা তাকে নিয়ে বরিশাল রওয়ানা দেওয়ার পর পথে তার অবস্থার অবনতি হলে ঝালকাঠী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার আরও জানান, ঘাতক টেম্পুটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।