বার্তা পরিবেশক, অনলাইন::: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরতলীর বঙ্গজ ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম শহরতলী দৌলতদিয়ারের আওলাদ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১১টায় দৌলতদিয়ার বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ রবিউলকে ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ১২ টায় মারা যায়।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার এস আই জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘাতক পিকআপটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।
দেশের খবর