ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান বাজারে সড়ক দুর্ঘটনায় মো. সুমন সিকদার (২৫) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২০ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সুমন সিকদার পিরোজপুরের কাউখালী উপজেলার মাগুরা গ্রামের কবির সিকদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে কাউখালী থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যান সুমন সিকদার। যাত্রী নামিয়ে তিনি একাই মোটরসাইকেল চালিয়ে কাউখালী ফিরছিলেন। পথে গাবখান বাজারে গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার (এসআই) হালিম তালুকদার ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হালিম জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর