ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় মাইক্রোবাসের চাপায় ইসমাইল (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামের আবদুল মালেকের ছেলে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার সকালে ভেদুরিয়া ফেরিঘাট এলাকার রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই শিশু ইসমাইল নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।