বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:২৫ অপরাহ্ণ, ০৩ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন::: হঠাৎ করেই ভারতের রাজস্থানে একটি সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়েছে। তবে ঠিক কি কারণে এত নবজাতক মারা যাচ্ছে তা জানা যায়নি।
ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত রাজ্যের কোটা শহরের ‘জে কে লন’ নামে হাসপাতালটিতে রহস্যজনক ভাবে ১শ’রও বেশি নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সর্বশেষ এ বছরের প্রথম দুই দিন আরও তিন নবজাতকের মৃত্যু হয়। এতে, হাসপাতাল জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
মৃত নবজাতকদের পরিবারের অভিযোগ, প্রচণ্ড ঠান্ডা সত্তেও হাসপাতালে পর্যাপ্ত কম্বল ও রুম হিটার নেই। এমনকি নার্সরা ওয়ার্ডের পরিবর্তে হাসপাতালের রুম হিটারগুলো তাদের ব্যক্তিগত অফিস ও কক্ষে ব্যবহার করেন বলেও অভিযোগ অনেকের।
পরিস্থিতি সরেজমিনে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ দপ্তর থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।