ঝালকাঠিতে এক বছর আগের হত্যা চেষ্টার এক মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা গ্রামের বাসিন্দা।
একইসঙ্গে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল বলেন, ২০১৫ সালের ২৩ মে একই এলাকার কবির হোসেনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন আবুল হোসেন। এ ঘটনায় কবিরের বোন বকুল বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় মামলা করেন।