বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:৪৭ অপরাহ্ণ, ২৬ এপ্রিল ২০১৬
ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের চাঞ্চল্যকর আব্দুস সালাম খান হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. শফিকুল করীম এ রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- নবগ্রামের আলমগীর হাওলাদার (৩৮), কামাল হাওলাদার (৩৫) ও মিরন ওরফে বুলু (৩২)।
বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৯ সালে নবগ্রামের আব্দুস সালাম খানকে হত্যা করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পর তার স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে আলমগীর হাওলাদার, কামাল হাওলাদার, বুলু, আবদুল জলিল, মিলন ও গণি নামে ছয়জনকে আসামি করে ঝালকাঠি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীর, কামাল ও বুলুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুর রশিদ সিকদার।