বরিশাল: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বরিশালে কোন প্রভাব পড়েনি। হরতালের সমর্থনে বুধবার দিনভর বরিশাল নগরী এবং জেলায় কোথাও কোন পিকেটিং কিংবা মিছিল দেখা যায়নি।
হরতাল উপেক্ষা করে বুধবার সকাল থেকেই বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের লঞ্চ ও বাস চলাচল ছিল স্বাভাবিক। স্বাভাবিক নগরীর ব্যবসা-বাণিজ্য। ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালতের কার্যক্রমও চলছে অন্যান্য দিনের মতো।
এদিকে, হরতালে যে কোন ধরনের অপতৎপরতা রুখতে বরিশাল নগরী এবং জেলার সর্বত্র আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর