হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ’ লীগের সম্পাদক নাসির
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজসেবক আলহাজ্ব মো. নাসির উদ্দিন (৫৪) মঙ্গলবার রাতে খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহী রাজিউন) মৃত্যু কালে, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার জানাজা নামাজ শেষে কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামে পারিবারিক গোরস্থানের দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, কাউখালী প্রেসক্লাবে সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
পিরোজপুর, বিভাগের খবর