৪ িনিট আগের আপডেট সন্ধ্যা ৬:৫ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ২৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

হামলায় নিহত ২৬, গৃহহীন ১৮ হাজার মানুষ

বরিশালটাইমস রিপোর্ট
১২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: সিরিয়ায় রুশ বিমান হামলার মুখে শুক্রবার ইদলিব ছেড়ে তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকার দিকে পালাতে শুরু করেছে সেখানকার হাজার হাজার বেসামরিক মানুষ। ওই প্রদেশে এখনও সিরীয় ও রুশ বাহিনীর বিমান হামলা চলছে বলে জাতিসংঘের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এছাড়া ইদলিবে শুক্রবার ও বৃহস্পতিবার গত দু’দিনের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। আহত হয়েছেন আরো বহু মানুষ।

শুক্রবার জাতিসংঘের পর্যবেক্ষকরা জানান, গত ২৪ ঘণ্টায় ইদলিব প্রদেশ ছেড়েছে কমপক্ষে ১৮ হাজার বেসামরিক মানুষ। আর এ ঘটনাকে নতুন ধরনের মানবিক চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। এখনও ওই অঞ্চলে বিমান থেকে বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

এদিকে রুশ বিমান হামলায় শুক্রবার সকালে ইদলিবে আরো সাতজন নিহত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মারা গেছে সিরিয়ার আরো ১৯ বেসামরিক নাগরিক।

হামলার মুখে গত ৫ দিনে তুরস্কের সীমান্তবর্তী এলাকাগুলোতে আশ্রয় নিয়েছে কমপক্ষে ৮০ হাজার সিরীয় নাগরিক। ওই এলাকাগুলোতে আগে থেকেই অবস্থান করছে ১০ লাখের মত সিরীয় শরণার্থী। যদিও গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এক চুক্তিতে ইদলিবকে বেসামরিক অঞ্চলটি হিসাবে ঘোষণা করেছিল রাশিয়া ও তুরস্ক।

তবে ওই চুক্তির ফলে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। ওই ঘোষণার পর থেকে ইদলিবে রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলাসহ বিভিন্ন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩০০ মানুষ। আর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরো লাখ লাখ মানুষ।

ইদলিবের আনুমানিক জনসংখ্যা ছিলো ২৪ লাখ। তবে বর্তমানে এর অর্ধেকেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে তুর্কি সীমান্তবর্তী শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছেন।

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  তামিম ইকবাল থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডে!  প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন: এমপি শাওন  মোহাম্মদপুরের ‘রক্তচোষা’ জনি গ্রেপ্তার  সিজার টেবিল থেকে জীবন বাঁচাতে ওসির দরজায়  বরগুনায় হৃদয় হত্যা: ১৬ কিশোরের বিভিন্ন মেয়াদে সাজা  ছাত্রলীগ নেত্রীর বক্তব্যে ক্ষুব্ধ রাবির ভিসি, প্রো-ভিসি  বরিশালে ২৪ ঘণ্টায় ভর্তি ৪০৭ ডেঙ্গুরোগী, মৃত্যু ৩  গণপিটুনির ভয়ে ৯৯৯ এ কল করে পুলিশ পাঠাতে বলল চোর  নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে : ইসি আনিছুর  শান্তর ফিফটিতে একশ’ ছাড়াল বাংলাদেশ