হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য
লালমোহন (ভোলা) প্রতিনিধি: সেবার মান, পরিবেশ ও ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নিতে হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি।
এসময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন রোগীদের সঠিক সেবা নিশ্চিত, হাসপাতালের পরিবেশ ঠিক রাখার নির্দেশ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে।
এছাড়াও কর্মরত ডাক্তার- নার্সদের রোগীদের প্রতি মানবিক হয়ে সুন্দর আচরণের মাধ্যমে সেবা প্রদান করতে বলেন এ সংসদ সদস্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।
বিভাগের খবর, ভোলা