মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্যাহ্ এমপিকে অভিনন্দন জানিয়ে বিশাল মিছিল সমাবেশ করেছে থানা আওয়ামী লীগ। সকাল ৯টায় থানা আওয়ামী লীগের নেতৃত্বে প্রায় ৫’শত মোটরসাইকেলের বহর নিয়ে শুভেচ্ছা-অভিনন্দনের মিছিলটি শুরু হয়। লতা, আন্দারমানিক, বিদ্যানন্দনপুরসহ গোটা এলাকা মিছিলটি প্রদক্ষিণ শেষে কাজীরহাট উদয়পুর মুসলিম আকন্দ স্কুলে এসে শেষ হয়। গোটা এলাকা আবুল হাসানাত আব্দুল্যাহ্র ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।
মিছিল শেষে থানা আ’লীগের সভাপতি আব্দুর জব্বার খানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাশেদ মনি, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির আজম, লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল, আন্দারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাহাফুজ আলম লিটন, বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া, জয় নগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক সিকান্দার আলী জাফর, ভাষাণচর ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি কাজী ইউসুফসহ কাজিরহাট থানা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নেতাকর্মীরা।
বক্তারা একটি সুন্দর ও শক্তিশালী কমিটি উপহার দেওয়ায় আবুল হাসানাত আব্দুল্যাহ্কে অভিনন্দন জানানোর পাশাপাশি জঙ্গী সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
থানা এলাকার সব কয়টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড় হয় স্কুল মাঠে। বিশাল সমাবেশ শেষে দেয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।’’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর