হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয়। বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন সরদার বাড়ি জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ শেষে মসজিদ মাঠে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।
দোয়া মিলাদে উপস্তিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল, বিএনপি নেতা জহির রায়হানসহ সকল ইউনিয়নের আহবায়ক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতা আবদুল গাফফার তালুকদার বলেন, এই সরকার লাগামহীন ভাবে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করছে। তারা বিনা ভোটের সরকার। তাই সাধারণ জনগণের অবস্থা বুঝতে চায়না। আগামী ৬ মাসের মধ্যে আন্দোলন সংগ্রাম করে এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’
বরিশালের খবর, বিভাগের খবর