১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় পাওনা টাকা চাওয়ায় ভাবিকে পিটিয়ে গুরুতর জখম করে দুই দেবর

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ৩০ মে ২০২৩

হিজলায় পাওনা টাকা চাওয়ায় ভাবিকে পিটিয়ে গুরুতর জখম করে দুই দেবর

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় পাওয়া টাকা চাইতে গেলে ভাবিকে পিটিয়ে গুরুতর জখম করে দুই দেবর। জানাযায় ৩০ শে মে মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার লেমুয়া গ্রামের রিপন মেলকারের স্ত্রী শারমিন বেগম(২৫) এর সাথে ঘটনা ঘটে।তখন স্থানীয়রা আহত শারমিনকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্স ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন শারমিন বেগম জানায় তার স্বামী রিপন মেলকারের থেকে টাকা ধার নেন দেবর নাইম মেলকার ও সাকিল মেলকার। সেই টাকা চাইতে গেলে না দেওয়ার জন্য বিভিন্ন তালবাহানা করে।আজ সকালে পূর্নরায় আবার টাকা চাইলে দুই দেবর আমাকে লাটিসোঠা দিয়ে এলোপাতাড়ী মারপিট করে।

এতে ঘটনা স্থানেই অচেতন হয়ে পড়ি। এ ঘটনা সর্ম্পকে জানতে সাকিল মেলকারের কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি। ইউপি সদস্য ইলিয়াস মেলকার ঘটনার সত্যতা স্কীকার করে বলেন হাসপাতালে চিকিৎসাধীন শারমিন কে দেখতে গিয়েছি।তারা একই বাড়ির সদস্য তাই এ বিষয়ে কোন কথা বলতে চাইনা। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন