৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় পুকুরের মাছ লুট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৯ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

হিজলায় পুকুরের মাছ লুট

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলায় পুকুরের চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচরের মৃত হোসেন খান ছেলে দেলোয়ারসহ চার ভাই যৌথভাবে মাছ চাষ করেন। যা স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেন রাঢ়ী এবং জসিম মাঝির নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল নিয়ে যায়।
এ ঘটনায় দেলোয়ার বাদী হয়ে হিজলা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পুকুরের মালিক দেলোয়ার জানান, এই জমি ক্রয় করে ৩০ বছর যাবৎ ঘরবাড়ি করে বসাবাস করে আসছি। এখন তারা ভুয়া কাগজপত্র করে জমি পাবে বলে আমার পুকুরের লাটিয়াল বাহিনী দিয়ে নিয়ে যায়। ভয়ে আমরা পুকুরের কাছে যেতে পারিনি।

তবে জসিম মাঝি বলছেন, যেখানে পুকুর ওই জমি সিএস ও আরএস রেকর্ড ইসমাইল হোসন রাঢ়ীর। আমি ক্রয়সূত্রে মালিক দাবি করে মাছ ধরেছি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানান, যারা জোরপূর্বক পুকুরের মাছ নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

69 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন