বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৭:৪২ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২৪
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। গত ১৬ ই অক্টোবর হিজলা উপজেলার স্থানীয় শিক্ষকরা সমন্বয় আলীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইয়েদুল আলম সরোয়ার কে সভাপতি, উত্তর বাউশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রুবেল কে সিনিয়র সহসভাপতি,বড়জালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম সুমন কে সাধারণ সম্পাদক এবং শাওড়া সৈয়দখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট একটি তালিকা কেন্দ্রীয় কমিটির নিকট প্রস্তাবনা দেয়।
পরে গত ২০ শে অক্টোবর বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছুদ্দীন ও সাধারন সম্পাদক আবদুল লতিফ এর সাক্ষরিত মোট ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত সহকারী শিক্ষক সমিতির নেতারা জানান এ সংগঠন একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন।উপজেলার প্রাথমিক শিক্ষার ব্যবস্থার মান উন্নয়নে সকল শিক্ষক নিয়ে কাজ করতে চায়।প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ে যথেষ্ট ভুমিকা পালন করবে।