৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৫১ অপরাহ্ণ, ০৭ জুন ২০২৩

হিজলায় বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্দ্ব -১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ৪ টার সময় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার উদ্ভোধনী অনুষ্ঠান করা হয়। ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্তিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি,হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধাক্ষ সাজাহান তালুকদার,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। উপজেলা ৬ টি ইউনিয়নের মধ্যে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করেন বড়জালিয়া ইউনিয়ন একাদশ বনাম মেমানিয়া ইউনিয়ন একাদশ।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন