হিজলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন কর্মশালা
হিজলা (বরিশাল)প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন কমশালা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর রোজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মশালা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার,কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, হিজলা নৌপুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সহ মুক্তিযোদ্ধা সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী প্রমূখ।
কর্মশালায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দফতরের প্রশিক্ষক মালেক তালুকদার মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনার সার্বিক বিষয়ে অবগত করেন। কর্মশালা শেষ পর্যায়ে ৬জন করে ৫ টি গ্রুপ মাদকদ্রব্য কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই লক্ষ্যে তাদের মতামত তুলে ধরেন।
বিভাগের খবর, ভোলা