হিজলায় উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের সদস্য নির্বাচন সম্পন্ন
হিজলা ( বরিশাল ) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জেলা পরিষদের সদস্য পদের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৭ ই অক্টোবর হিজলা সরকারী কলেজ ভবনে অনুষ্ঠিত ভোট গ্রহন সকাল ৮ থেকে শুরু হয়ে দুপুর ১ টার মধ্যে শেষ হয়েছে বলে জানা যায়।
জেলা পরিষদ সদস্য প্রার্থী নির্বাচনে হিজলা উপজেলায় ৬ টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ছিল ৮০ জন।সকাল থেকে আইনশৃঙ্গলা বাহিনী ও প্রশাসনের কড়া নিরাপত্তা বেষ্টিনী ছিল ভোট কেন্দ্র ও আশেপাশের পরিবেশ।
২ জন নির্বাহী ম্যাজিষ্টেট ও প্রিজাইটিং কর্মকর্তা সুকদেব বিশ্বাস ভোট গ্রহন থেকে শেষ পর্যন্ত সর্বক্ষনিক দায়িত্ব পালন করে। জানাযায় বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওর্য়াড হিজলা উপজেলা থেকে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে।
তাদের মধ্য পন্ডিত শাহাবুদ্ধিন আহমেদ এর তালা মার্কা, ফারুকুল ইসলাম এর ডিপ টিউবয়েল,কাজী কামরুজ্জামান সাইলু এর হাতি মার্কা। মোট ৮০ টি ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।তাদের মধ্যে পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ তালা মার্কা ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাজী কামরুজ্জামান সাইলু হাতি মার্কা পেয়েছেন ২৫ ভোট ও ফারুকুল ইসলাম ডিপ টিউবয়েল মার্কা পেয়েছেন ২৫ ভোট।
বরিশালের খবর, বিভাগের খবর