বরিশালঃ জেলার হিজলার মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় পুরাতন হিজলা সংলগ্ন মেঘনা নদী থেকে শিশু সুমাইয়া (১২) এর লাশটি উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে একই স্থান থেকে সাড়ে ৩ বছর বয়সী ছোট ভাই রাজিনের লাশও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুজ্জামান।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকাগামী আওলাদ-৪ লঞ্চে উঠতে ট্রলারযোগে একই পরিবারের ৯ জন রওনা হয়। লঞ্চের কাছাকাছি ট্রলারটি পৌঁছলে আরেকটি ট্রলারের ধাক্কায় একই পরিবারের নয়জনকে বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরিবারের নয়জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই পরিবারের দুই শিশু ভাই-বোন নিখোঁজ ছিল।