হিজলায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হিজলা (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের হিজলায় জাতীয়তাবাদী দল বি এন পির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধার মধ্য দিয়ে পালন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আলোচনা সভা ও কেক কাটা দোয়া মোনাজাত আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
১ সেপ্টেম্বর সকাল ৮ টার সময় উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরে সকাল ৯ টার দিকে উৎসবমুখর পরিবেশে একটি র্যালি বের করে। র্যালি উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে আসলে পুলিশের বাধায় পড়ে।
তখন প্রশাসনের বাধা উপেক্ষা করে র্যালীটি উপজেলা সদর টেকের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বি এন পির সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী অপু ,সঞ্চালনা করেন উপজেলা বি এন পির ১ নম্বর সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট নুরুর আলম রাজু।
এ সময় উপস্তিত ছিলেন ছিলেন আফছার উদ্দিন হাওলাদার,আলী আহমেদ হাওলাদার,সোলাইমান মোল্লা, বেল্লাল জমাদ্দার, আলতাফ হোসেন খোকন, নায়েব নাজমুল হক, গিয়াস উদ্দিন দেওয়ান, স.ম হুমায়ুন কবির, বারেক মাঝি, ফুয়াদ দেওয়ান, জহিরুল হক নবু হাওলাদার ও মাইনুল হাচান সম্রাট প্রমুখ।
এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী।’
বরিশালের খবর, বিভাগের খবর