বরিশালের হিজলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. শহীদুল্লাহ (৬০) নামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী আলতাফ হোসেন বলেন, সকালে শহীদুল্লাহ নিজ মুরগীর ফার্মে কাজ করছিলেন। ওসময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, তিনি মৃত্যু ঘটনা সম্পর্কে অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে জানবেন।”
শিরোনামবরিশালের খবর