হিজলায় মজুদকৃত মা ইলিশ আটক,মাদ্রাসা ও দুস্তদের মাঝে বিতরণ
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল পরিমানে মা ইলিশ মজুদ করে কিছু অসাধু ব্যবসায়ীরা। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের আবদা বাজার সংলগ্ন কয়েকটি বাড়িতে ব্যবসায়ীরা এ মাছ মজুদ করে।
এ সংবাদেও ভিত্তিতে ২৬ শে অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ নেতৃত্বে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া ও হিজলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে যৌথভাবে এ অভিযান সফল করে।
তখন ৩ টি ঘর তল্লাশী করে বিপুল পরিমানের মা ইলিশ ও কারেন্ট জাল আটক করে।মাছ মজুদকৃত ২ টি ডিপ ফ্রিজ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার জানায় আটককৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানা মাদ্রাসা ও দুস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। আটক জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়েছে।২ টি ডিপ ফ্রিজ নিলামে বিক্রি করা হবে।
বরিশালের খবর, বিভাগের খবর