বরিশাল: হিজলা উপজেলায় মো. সেলিম নামে স্থানীয় পত্রিকার এক সংবাদকর্মী ও তার বাবা ফজলুর রহমান রাঢ়ীকে কুপিয়ে জখম করা হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলেকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মো. সেলিম বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক একটি পত্রিকায় উপজেলা প্রতিবেদক হিসেবে কর্মরত।
আহত মো. সেলিম জানান, তার বাড়ির পাশে মাছ ধরার জন্য সড়ক কাট স্থানীয় একদল লোক। তিনি এর প্রতিবাদ করলে রত্তন হাওলাদার এবং তার তিন ছেলে দীপ্তি হাওলাদার, জাফর হাওলাদার ও আনোয়ার হাওলাদার তাকে বেধড়ক মারধর করে।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে বাবা ফজলুর রহমান রাঢ়ী এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে হামলাকারীরা।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মাসুদুজ্জামান বলেন, হামলাকারীরা সেলিমের আত্মীয়। তাদের সঙ্গে সেলিমের পরিবারের পূর্ববিরোধ রয়েছে। দুপুরে মাছধরা নিয়ে ফের বিরোধ হলে সেলিমকে ও তার বাবাকে কুপিয়ে জখম করা হয়। হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর