জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় হায়দার আলী পলি (৪৫) নামে এক হিজড়া খুন হয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন জানান, হয়দার আলীর সঙ্গে ঢাকার এক হিজড়া দল নেতা স্বপ্নার বিরোধ ছিলো। এ বিরোধের জের ধরে ভোর রাতে ঢাকা থেকে স্বপ্না ও তার দলবল বকচর গ্রামে এসে হায়দার আলীকে খুন করে পালিয়ে যায়।
এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জাতীয় খবর