ঝালকাঠি: ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সেকেন্ড ইন কমান্ড মশিউর রহমান ওরফে মিলন তালুকদারসহ ৯ সদস্যকে চার বছর করে কারাদ- দিয়েছে আদালত। রোববার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় প্রদান ঘোষণা করেন।
একই সাথে আদালত প্রত্যেকে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ডে আদেশ দেন। এছাড়াও তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনের আরও দুটি মামলায় তাদের খালাস প্রদান করা হয়।’
দন্ডপ্রাপ্তরা হলেন মশিউর রহমান (৩৩), সিরাজুল ইসলাম (৪৫), নুরুল ইসলাম (২৭) আবদুল বাকী বিল্লাহ (১৮), মো. সোহাগ (৩২), মো. জোবায়ের (২৪), আবুল বাশার মৃধা (৪০), মিনহাজুল আবেদীন (২০), আবদুল আজিজ (২৭)।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলী আবদুল মান্নান রসুল। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল রশীদ সিকদার।’
২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমি মাদরাসা সংলগ্ন মসজিদে প্রশিক্ষণ চলাকালে তৎকালী পুলিশ সুপার মো. মজিদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, চারটি বগি দা, ৮টি মোবাইলসেট ও বেশ কয়েকটি জেহাদি বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনের বাড়ি ঝালকাঠি, ৩ জনের বাড়ি মাদারীপুর ও একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
ঝালকাঠির খবর, টাইমস স্পেশাল