বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:২৬ পূর্বাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: বরগুনার আমতলী পৌরশহরের সাগর বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলের মালিকসহ তিন যৌনকর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল আলম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের সাগর হোটেলের মালিক হিরন হাওলাদার (৩৮), যৌনকর্মী তানিয়া (৩০), সুমি (২০) ও রিয়া (১৯)।
আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আমতলী পৌরশহরের সাগর বোডিং থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন।
পরে সোমবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে হোটেল মালিক হিরন হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও যৌনকর্মীদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।